Advertisement

Cyber Crime: রাজ্য পুলিশের বড়সড় সাফল্য, গ্রেফতার জামতাড়া গ্যাং-এর ৪৬ জন

সাইবার সচেতনতা তৈরির পাশাপাশি, সাইবার অপরাধ প্রতিরোধ করতে 'সাইবার শক্তি' অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর এই অভিযান গত ১৫ দিনে তদন্ত চালিয়ে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা থেকে ৪৬ জন সাইবার প্রতারকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ADG সাউথ বেঙ্গল সুপ্রীতিম সরকার।

'সাইবার শক্তি'র বড় সাফল্য'সাইবার শক্তি'র বড় সাফল্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2025,
  • अपडेटेड 5:04 PM IST

সাইবার সচেতনতা তৈরির পাশাপাশি, সাইবার অপরাধ প্রতিরোধ করতে 'সাইবার শক্তি' অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর এই অভিযান গত ১৫ দিনে তদন্ত চালিয়ে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা থেকে ৪৬ জন সাইবার প্রতারকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন  ADG সাউথ বেঙ্গল সুপ্রীতিম সরকার।

এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতীম সরকার বৃহস্পতিবার  সাংবাদিক বৈঠক করে জানান, ধৃতরা জামতাড়া গ্যাং-এর সঙ্গে যুক্ত। বহু বহু অত্যাধনিক সরঞ্জাম পাওয়া গিয়েছে তাদের কাছে। জামতাড়া সংলগ্ন এলাকাতেই বেশিরভাই সাইবার অপরাধের ঘটনাগুলি ঘটেছে। পুলিশকর্তা সুপ্রতীম সরকার আরও জানেন, ৯০ শতাংশ মামলার কিনারা করা হয়েছে। ধৃতরা কোন নির্দিষ্ট দলের সদস্য কিনা তা নিয়ে তদন্ত চলছে। ধৃতদের থেকে ৮৪টি সেলফোন ,সিমকার্জ ও ১০০ বেশি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার হয়েছে। 

প্রসঙ্গত, বাংলাজুড়ে সাইবার ক্রাইম বাড়ছে। তাও আবার নিত্যনতুন ফাঁদ পেতে। যার জেরে বেশ চাপে পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বিশ্বাস করে ঠকতে হচ্ছে। কৌতূহল নিয়ে লিঙ্কে ক্লিক করে সর্বস্বান্ত হতে হচ্ছে। আবার ওটিপি পাঠিয়েও জালিয়াতি করা হচ্ছে। এই নিয়ে এখন বেশ আতঙ্কে আছেন সাধারণ মানুষ। জালিয়াতদের খপ্পরে পড়ে টাকা খোয়ানোর পর সাধারণ মানুষ কী করবেন বুঝতে পারছেন না। তাঁরা কোথায় অভিযোগ জানাবেন সেটা নিয়েও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। এই সমস্যার সমাধান করতে এবার রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং (সিসিইউ) এবার আলাদা থানা তৈরি করতে চাইছে। তাই এই বিষয়ে চিঠি লিখে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। যা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এদিকে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগ বা সেল আছে। প্রত্যেকটি জেলায় এবং পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম থানা আছে। আর এখানে এসে প্রতারিত মানুষ অভিযোগ জানাতেই পারেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement