রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের নাম। গতকাল, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তাঁকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির তদন্তকারীরা। তাঁকে আবারও তলব করা হল সিজিও কমপ্লেক্সে। মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে টলি অভিনেতাকে।
গতকালই সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসবাদের জন্য এসে বনি স্বীকার করেছিলেন,নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে তিনি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ির নথি নিয়ে বনিকে হাজিরা দিতে বলেছেন ইডির তদন্তকারীরা।
কুন্তলের সঙ্গে বনি সেনগুপ্তর লেনদেনের কথা তৃণমূলের যুব নেতার ব্যাঙ্কের নথি ঘেঁটে জানতে পারেন ইডি-র তদন্তকারীরা। তার পরই তাঁকে তলব করা হয়। বৃহস্পতিবার ইডি-র দফতরে হাজির হন বনি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই প্রথম টলিউডের কোনও অভিনেতার নাম উঠে এল। বৃহস্পতিবার দু'দফায় ১০ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল বনিকে। মধ্যাহ্নভোজের বিরতির সময় সংবাদ মাধ্যমে বনি জানান,'উনি আমাকে একবারই দিয়েছিলেন। ৫ বছর আগে একটা গাড়ি কিনেছিলাম আমি। সেই টাকা উনি মিটিয়ে দিয়েছিলেন। আমি বলেছিলেন, ব্যাঙ্কের মাধ্যমেই টাকা নেব। কালো টাকার লেনদেন হয়নি।'
কুন্তলের থেকে কত টাকা নিয়েছিলেন, তার সঠিক সংখ্যা বলতে পারেননি বনি। তবে সংবাদ মাধ্যমের ৩৫-৪০ বছর বলার পর তিনি বলেছিলেন,'ওই রকমই'। বনি দাবি করেন, যে টাকা কুন্তলের কাছ থেকে নিয়েছেন তার সমস্ত কাগজপত্র আছে, সেটা তদন্তকারীদের দিয়েছেন। যে টাকা তিনি নিয়েছেন তার বদলে কাজও করেছেন। সেটা একপ্রকার পারিশ্রমিকই। কুন্তলের টাকায় কেনা সেই গাড়িরই নথি নিয়ে বনিকে মঙ্গলবার আসতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে।
আরও পড়ুন- কুন্তলের সঙ্গে লেনদেন? '৩৫-৪০ লাখ টাকা মতো, ঠিক মনে নেই,' বললেন বনি