Advertisement

WBCS পরীক্ষায় প্রশ্নে সাভারকর-মমতার প্রকল্প! জোর বিতর্ক

রাজ্যের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা WBCS। আর সেই পরীক্ষাতেই প্রশ্ন এল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
ইন্দ্রজিৎ কুণ্ডু
  • কলকাতা,
  • 23 Aug 2021,
  • अपडेटेड 3:25 PM IST
  • রাজ্যের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা WBCS
  • আর সেই পরীক্ষাতেই প্রশ্ন এল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে
  • যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক

রাজ্যের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা WBCS। আর সেই পরীক্ষাতেই প্রশ্ন এল মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প নিয়ে প্রশ্ন। যেমন ওই পরীক্ষা একটি প্রশ্ন, 'পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পে সরকারি/সরকার পোষিত/ মাদ্রাসা/ বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়?' এই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। 

এখানের শেষ নয়। বিতর্ক আরও বেড়েছে স্বাধীনতা সংগ্রামী বীর সাভরকরকে নিয়ে প্রশ্ন আসায়। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, 'কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন?' অপশন রয়েছে ভি ডি সাভারকারের নাম। এই প্রশ্নের ক্রমিক সংখ্যা ৯৫। অনেকেই বলছেন এই প্রশ্ন করাও যুক্তিযুক্ত নয়। 

আরও পড়ুন

কী প্রশ্ন এসেছিল? 

যে ৪টি প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তার ক্রমিক সংখ্যা হল ৪৩, ৮৪, ৯৫ ও ১১৮। সরকারি 'গতিধারা' এবং 'স্বাস্থ্য সাথী' প্রকল্প নিয়েও প্রশ্ন। যেমন, ৮৪ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, 'গতিধারা প্রকল্পে একজন উপভোক্তা কতটাকা সরকারি ভর্তুকি পেতে পারেন?' আবার ১১৮ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, 'পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্পের বিমা প্রিমিয়ামে কত শতাংশ রাজ্য সরকার বহন করে?' যা দেখে অনেকেই বলতে শুরু করেছেন রাজনৈতিক দলের প্রচারকে পরীক্ষার প্রশ্নপত্রে ঠাঁই দেওয়া হয়েছে।

বিতর্কিত প্রশ্ন

 

এই নিয়ে সুর চড়িয়েছে BJP। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটবার্তায় লিখেছেন, 'ইউপিএসসি-তে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন আসায় আকাশ ভেঙে পড়েছিল। এখন ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। ভণ্ড বিদ্বজ্জনেরা এখন কী বলবেন, সেটাই দেখার।'

Hell broke loose when UPSC exam paper featured question on WB post poll violence.
Now that WBCS exam paper advertises WB Govt pet scheme, let's see how pseudo intellectuals would twist the narrative. pic.twitter.com/qj8Hl7oIUH

Advertisement

প্রসঙ্গত, পরীক্ষার প্রশ্ন নিয়ে বিতর্ক এই প্রথম নয়। চলতি মাসের প্রথম দিকে UPSC পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার ওই লিখিত পরীক্ষায় পশ্চিমবঙ্গের ‘নির্বাচনী সন্ত্রাস’ প্রসঙ্গে উত্তর লিখতে বলা হয়েছিল। ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত- তাও প্রশ্নে ছিল বলে খবর। তা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেছিলেন, 'এই ধরনের প্রশ্ন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত আপত্তিকর। কীভাবে ইউপিএসসি-র মতো একটা নিরপেক্ষ সংস্থা এ ধরনের প্রশ্ন করতে পারে! বিজেপির পার্টি অফিস থেকে এই সব প্রশ্ন তৈরি করা হয়েছে।'

Read more!
Advertisement
Advertisement