Advertisement

Weekend Weather Update: সাগরে ঘূর্ণাবর্তে সপ্তাহান্তে বাংলায় দুর্যোগ, আজ ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলার আকাশে সক্রিয় মৌসুমী অক্ষরেখা৷ যার জেরে সপ্তাহান্তের দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে৷ বৃষ্টি হবে উত্তরেও৷ জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে আজ স্বাধীনতা দিবসেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। চলুন আজ ও আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া, সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

১৭ অগাস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টি১৭ অগাস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Aug 2024,
  • अपडेटेड 6:43 AM IST


 বাংলার আকাশে সক্রিয় মৌসুমী অক্ষরেখা৷ যার জেরে সপ্তাহান্তের দিনগুলিতে  বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে৷ বৃষ্টি হবে উত্তরেও৷ জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে আজ স্বাধীনতা দিবসেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। চলুন আজ ও আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া, সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

হাওয়া অফিস যা বলছে
 আইএমডি জানাচ্ছে, বঙ্গোপসাগরের পাশাপাশি বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে। যার জন্য আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  সপ্তাহান্তের দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায়। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তারপর থেকে বৃষ্টির পরিমাণ একটু একটু করে কমবে৷   হাওয়া অফিসে রিপোর্টে জানা যাচ্ছে  শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। এদিন দক্ষিণের সবকটি জেলায়  হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারের পরে শুক্রবারেও জারি থাকবে বর্ষণ। সেদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ছাডাও বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কাজেই পর পর ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ১৭ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
 শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আজ  ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এদিন মালদা  এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, ১৬ অগাস্ট পর্যন্ত দার্জিলিং ও কোচবিহার বাদে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কলকাতার আবহাওয়া
 সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আইএমডি সূত্রে খবর, আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি একইরকম থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে। সেইসঙ্গে  দেওয়া হয়েছে হলুদ সতর্কতাও।

Read more!
Advertisement
Advertisement