Advertisement

September 1st Week Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলার কোন জেলায় কেমন বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

আজ থেকে শুরু হল সেপ্টেম্বর মাস। হাওয়া অফিস বলছে সেপ্টেম্বরের শুরুতেও বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব বাংলায় কতটা পড়ছে? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সব আপডেট।

কোন কোন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস?কোন কোন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2024,
  • अपडेटेड 6:31 AM IST

আজ থেকে শুরু হল সেপ্টেম্বর মাস। হাওয়া অফিস বলছে সেপ্টেম্বরের শুরুতেও বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব বাংলায় কতটা পড়ছে? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কেমন  থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সব আপডেট।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ
সেপ্টেম্বরে সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে অনুমান। বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর অভিমুখ অভিমুখ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরের দিকে। এতে বঙ্গোপসাগর উত্তাল হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাংলায়। ওদিকে আরব সাগরেও তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। তবে আপাতত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বহাল থাকছে। গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে। দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও পরিষ্কার আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
 আজ রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বহু এলাকায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।  উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোম-মঙ্গল বুধে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বহু এলাকায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তরের  এই ৫ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। নতুন সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার প্রতিটি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

Advertisement

কলকাতার আবহাওয়া
নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে।  যদিও মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে দূরে সরে যাওয়ার কারণে তেমন ভারী দুর্যোগের আশঙ্কা আর নেই। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে।  সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Read more!
Advertisement
Advertisement