Advertisement

Bengal 7 Days Weather Update: আবার ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, বাংলার আবহাওয়ায় বড় বদলের সম্ভাবনা, কবে?

রাজ্যে জাঁকিয়ে ব্যাটিং করছে শীত। পারদ পতনে বঙ্গে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। তবে হাওয়া অফিস বলছে, আজকের পর থেকে ফের বদলাতে পারে আবহাওয়া। তাপমাত্রা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত রয়েছে। রাজ্যে কমতে পারে শীতের দাপট। উইকেন্ডে একাধিক জেলায় মেঘলা আকাশ তৈরির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া।

  ২৪ ঘণ্টার মধ্যেই হাওয়া বদল ২৪ ঘণ্টার মধ্যেই হাওয়া বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 12:38 PM IST


রাজ্যে জাঁকিয়ে ব্যাটিং করছে শীত। পারদ পতনে বঙ্গে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। তবে হাওয়া অফিস বলছে, আজকের পর থেকে ফের বদলাতে পারে আবহাওয়া। তাপমাত্রা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত রয়েছে।  রাজ্যে কমতে পারে শীতের দাপট। উইকেন্ডে একাধিক জেলায় মেঘলা আকাশ তৈরির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া।

 ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে
হাওয়া অফিস বলছে  আগামী ২৪ ঘণ্টা পরিষ্কার আকাশ থাকবে। তবে মঙ্গলবার  থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও থাকছে। আসলে ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। নিম্নচাপ এলাকার রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকায়। এই নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এর প্রভাবেই তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে।  এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা সোম ও মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত কাঁপানো ঠান্ডা ছিল। পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা গ্যাংটকের সঙ্গে পাল্লা দিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর  সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যে শীতের দাপট কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকের তাপমাত্রা আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রার এই বৃদ্ধি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বিশেষভাবে পরিলক্ষিত হবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার পর্যন্ত থাকবে শীতের আমেজ। দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সম্ভাবনা। বুধবারের পর আংশিক মেঘলা আকাশ। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। উইকেন্ডে শনি ও রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ  দার্জিলিঙের তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির  পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সব জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। বুধবারের পর থেকেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বুধবার পর্যন্ত শীতের আমেজ বেশি থাকবে। মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া
সপ্তাহের প্রথম দিনে শহর কলকাতা শীতের ভরপুর আমেজ রয়েছে। সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রির ঘরে। আগামিকাল থেকে কলকাতা শহরেও একটু-একটু করে তাপমাত্রা বাড়বে। তবে ঠান্ডার আমেজ  বহাল থাকবে। সপ্তাহের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা।

কবে থেকে ফের জাঁকিয়ে শীত? 
তবে এখনই যে শীতের আমেজ চলে যাবে তা কখনই নয়। আগামী কয়েকদিন পর থেকে ফের একবার শীত বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা কোথাও নেই বলেও জানানো হয়েছে। গত কয়েকদিন আগেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শৈত্য প্রবাহের পূর্বাভাস দেওয়া হয়। যদিও আবহাওয়ার বদল হতেই সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।


 

Read more!
Advertisement
Advertisement