গনগনে গরমে নাভিশ্বাস রাজ্যবাসীর। কলকাতা সহ কিছু জেলায় চলছে তাপপ্রবাহ। চাঁদিফাটা গরমে নাজেহাল অবস্থা। এই অসহনীয় পরিস্থিতিতে কেমন আছে আলিপুর চিড়িয়াখানার প্রাণীরা? এই যেমন বরফের টুকরো পেয়ে বেজায় খুশি ভাল্লুক। রীতিমতো বরফে গড়াগড়ি খাচ্ছে সে। কৃত্রিম জলে ডুব দিয়েছে বাঘ বাবাজি। কচ্ছপ, জলহস্তিরদের দিন কাটছে জলেই।