কলকাতা পুলিশের সার্জেন্ট এর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় একশ্রেণীর নেটিজেনদের উল্লাস। পুলিশের মৃত্যুর পক্ষেই সওয়াল করে কমেন্টের বন্যা। পুলিশ সমাজের শত্রু, পুলিশের মৃত্যুই কাম্য, সুযোগ পেলে তারাও গাড়িচাপা দিয়ে মারতে চান পুলিশকে, পুলিশের মৃত্যুতে সমবেদনা নয়, এমনই সব চাঞ্চল্যকর মন্তব্য উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। কোন মানসিকতা থেকে মানুষের মৃত্যু কামনা করা যায় তা নিয়েই উঠছে প্রশ্ন। কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা? আজতক বাংলার বিশেষ প্রতিবেদন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ রুদ্রপ্রসাদ আচারিয়ার সঙ্গে।