'কৃষক পরিবারের ছেলে কথা বললে শৃঙ্খলাভঙ্গের নামে ব্যবস্থা নেওয়া হবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন শো-কজ করা হল না?' তৃ়ণমূলের শো-কজ নোটিসের জবাব দিয়ে এই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই সঙ্গে তাঁর দাবি,গ্রামের বিধায়করা অবহেলিত। মুর্শিদাবাদে ২২ জনের মধ্যে ২০ জন বিধায়ক। অথচ পূর্ণমন্ত্রী নেই। তিনি যোগ করেন,'মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করব আগামী দিনে। দলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের মানুষের কাছে দাবি জানাব'।