পশ্চিমবঙ্গ পুলিশ সম্মান জানাল কাঁচাবাদাম গান খ্যাত ভুবন বাদ্যকরকে। আজ ভবানী ভবনে পশ্চিমবঙ্গ পুলিশের DGP কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে সংবর্ধিত করেন। ভুবন জানালেন তিনি স্বপ্নেও ভাবতে পারেন এমন সম্মান তিনি পাবেন। তিনি আরও কী বলেছেন শুনুন।