এবার আর জি করে পোস্ট গ্রাজুয়েট শূন্য পদে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা দায়ের হাইকোর্টে। এমবিবিএস বিহার থেকে পিজিটি হিসেবে আরজি করে ডাক পেয়ে কাউন্সিলিংয়ে এসে গ্রেপ্তার এক ডাক্তার। তার সব নথি জাল বলে অভিযোগ করে কাউন্সিলিং থেকেই ফোন করা হয় টালা থানায়। পুলিশ এসে গ্রেপ্তার করে রাজীব রঞ্জন নামে ওই ডাক্তারকে। এমন কি তার হয়ে দরবার করতে যাওয়া এ রাজ্যেই এমবিবিএস পাস করা আরেক ডাক্তারকেও পুলিশ অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করে। পরে আদালত সব নথি দেখে ভুয়ো বা জাল নয় বলে চিহ্নিত করে তাঁদের জামিন দেয়।