বিজেপির ডাকা বনধ বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। 12 ঘন্টা বন্ধের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে বাংলা। বুধবার সকাল থেকেই দিকে দিকে বিক্ষোভে নেমেছে বিজেপি কর্মী সমর্থকেরা। বনধে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অশান্তির ছবি সামনে আসছে। বাংলা বনধে প্রভাব পড়ল ট্রেন চলাচলে। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় একাধিক স্টেশনে লোকাল ও দূর পাল্লার ট্রেন অবরোধ করেছেন বিজেপির কর্মী ও সমর্থকরা। সকাল থেকে ভোগান্তির মধ্যে পড়েছেন রেলযাত্রীরা।