ভর সন্ধেয় গুলি করে খুনের চেষ্টা হয়েছিল কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এনিয়ে কথা বলতে গেলে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করলেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ। তার প্রতিবাদে পুরসভার অধিবেশন ছেড়ে বেরিয়ে যান সজল। যোগ দেন অন্য বিজেপি কাউন্সিলররাও।