বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা থেকে মুকুল রায়-শুভেন্দু অধিকারীদের 'বেইমান' বলে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময়ে ওই সভাতেই উপস্থিত ছিলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ও। এই প্রসঙ্গেই এদিন সকালে সিটি সেন্টার ২-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “পেটের জন্য অনেক কিছু করতে হয়। তাই বাবাকে বেইমান বলার পরও উনি তৃণমূলে রয়েছেন”। পাশাপাশি তাঁর আরও সংযোজন, তিনি আমাদের পার্টিতেও এসেছিলেন, চলেও গেছেন। আমরা কিন্তু কাউকে বেইমান বলিনি। এটা রাজনীতির বাধ্যবাধকতা। কিন্তু যারা বেইমানি করে কংগ্রেসের সঙ্গে টিএমসির তৈরি করেছিল তারা অন্যকে আজকে বেইমান বলছে।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টে বিজেপির ভূতুড়ে নাম ঢুকানোর প্রসঙ্গ নিয়েও প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের বড় চক্রান্ত আছে। প্রতি বিধানসভায় পাঁচ থেকে দশ হাজার করে বাংলাদেশীদের নাম ঢোকাতে চাইছে তৃণমূল। তাই আগেভাগেই বিজেপির দিকে তির ঘুরিয়ে দিতে চাইছেন।”