ওপারের ইউনূস যাহা-এপারের মমতা বন্দ্যোপাধ্যায় তাহা। বাংলাদেশ ইস্যুতে মমতাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বাংলাদেশের ইউনূস সরকারকে তালিবানি আখ্যা দিয়ে একথা বলেন। পাশাপাশি রানি রাসমণি অ্যাভিনিউতে বাংলাদেশ ইস্যু নিয়ে যে সভা হবে সে ব্যাপারে মুখ খোলেন তিনি। তিনি বলেন এর আগে তৃণমূলের সংখ্যালঘু সেল সভা করেছিল তার জন্য আদালতের অনুমতি লাগেনি। অথচ হিন্দু সন্ন্যাসীদের হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে ওখানে সভা করতে হচ্ছে।