আমরা CAA পক্ষপাতি নই। দেশের নাগরিককে আবার বিদেশি করার পক্ষপাতি নই। যারা দেশের নাগরিক তাদের কী করে উদ্বাস্তু বলব। দেশপ্রাণ বারিন্দ্র নাথ শাসমলে ৮৮ তম মৃত্যু বার্ষিকীতে আজ কেওড়াতলা মহাশ্মশানে যান। সেখানেই তিনি একথা বলেন। মিঠুন চক্রবর্তী রাজনৈতিক সফর করছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, মিঠুন দা একসময়ের হিরো, লোকে দেখতে আসবে। কিন্তু বড্ড বয়স হয়ে গেছে।