লোকসভা নির্বাচনে হারার পর দলের নেতৃত্বের ওপর উষ্মাপ্রকাশ করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর দাবি, মেদিনীপুর থেকে ষড়যন্ত্র করেই তাঁকে পাঠানো হয়েছিল বর্ধমান দুর্গাপুরে। রাজনৈতিক কারবারিদের মনে হয়েছিল, দিলীপের তোপের নিশানায় আসলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দিলীপকে পাল্টা দিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এদিন তিনি বলেন, 'হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলেন। জিতলে এত প্রশ্ন করতেন না! মানুষ আপনাকে ভোট দেয়নি এটা মেনে নিন'। পাশাপাশি দিলীপ ঘোষের কাঠিবাজির অভিযোগে প্রেক্ষিতে এ দিন অশোক দিন্দা বলেন,'কেউ হারানোর জন্য কাঠিবাজি করেছে কিনা, তার প্রমাণ দিন। আমি খেলোয়াড়। আমি যদি বলি ইডেন ছাড়া খেলব না, আমি ইডেনেই পারফরম্যান্স করব, যাদবপুরে পারফরম্যান্স করতে পারব না, আমি কীসের খেলোয়াড় হলাম! আমি খেলোয়াড় সব জায়গায় পারফর্ম করব,পারফরম্যান্সই শেষ কথা।'