আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি। আর সেখানেই আলুর দাম বৃদ্ধির কারণ ব্যাখা করলেন। তাঁকে না জানিয়ে আলুর দাম কেন বাড়ানো হল, সেটাও জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার আলু ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর সেই কারণেই আলুর দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, 'আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে যদি তারপর থাকে তাহলে বিক্রি করো।'