বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। নতুন রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য একজন বিদ্বান ও দূরদর্শী রাজ্যপাল পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে রসগোল্লা পাঠিয়েছেন। এব্যাপারে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, মিষ্টি খাইয়ে কোনও লাভ নেই, বরং তাঁকে সঙ্গে নিয়ে, তাঁর পরামর্শ নিয়ে বাংলায় পরিবর্তন আনুক রাজ্য সরকার।