'জীবন যখন শুকায়ে যায়। করুণা ধারায় এসো। রাজ্য যখন শুকিয়ে যাচ্ছে তখন অন্তত বাম ধারায় এসো।'মদনের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর কথায়,'মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের বিখ্যাত একজন কারিগর বলছেন, বাম আমলে ভর্তি করে দিতে পারতাম হাসপাতালে। সহজে রোগী ভর্তি হয়ে যেতে পারত। এখন পারছে না। বিভিন্ন হাসপাতাল, মেডিক্যাল কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব জায়গাতেই এ রকম করা হয়েছে। সেখানে অসংখ্য মানুষ যাঁর চিকিৎসার প্রয়োজন, যাঁর শিক্ষার প্রয়োজন, তাঁকে দোরে দোরে ঘুরতে হয়।'