'সৌগত বাবু বলতে বাধ্য হয়েছেন। এত কিছু হচ্ছে এতদিন সংযত ছিলেন। মুখ থেকে সত্য কথা বেরিয়ে গিয়েছে। আমরা একথা বারবার বলেছি। সাধারণ নাগিরিকরা বলছে। বিভিন্ন পেশার বুদ্ধিজীবীরা বলেছেন বাস্তব কথাই তিনি বলেছেন।' সৌগত রায় প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ।