সর্বভারতীয় সভাপতি ডাকলেন। দিল্লি চলে গেলাম। সংগঠন নিয়ে সবিস্তারে কথা হয়েছে। দিল্লি থেকে ফিরে বললেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ২১ জুলাই তাঁর কর্মসূচিও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন,'২১ জুলাই সভা করার কথা হয়েছে। খড়্গপুরে আমার অনুষ্ঠান রয়েছে'। আর বিজেপিতে পদপ্রাপ্তি? দিলীপের জবাব,'পদ রাস্তায় দেওয়া হয় না। সাংগঠনিকভাবে ঘোষণা করা হয়'।