“যে কোনোও অনুষ্ঠান হলেই রাজনৈতিক পার্টি লাভ নিতে চায়, ফায়দা-তো আমরাও নিয়েছি। কারণ আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলি। হিন্দু সমাজ যখন মার খায়, লুটপাট হয় তখন কে দাঁড়ায় ? আমরাই দাঁড়াই।” বিরোধীদের রামনবমী নিয়ে বিজেপির ফায়দা তোলার প্রসঙ্গে এবার সপাট জবাব বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পাশাপাশি রামনবমীর সময় রাজ্য পুলিশের সমস্ত কর্মীদের ছুটি বাতিল নিয়েও ময়দানে নামেন তিনি। এদিন কলকাতার ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “ পুলিশের ক্ষমতা-যোগ্যতা আমরা জানি। সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই। এটা ধার্মিক আয়োজন। যেখানে সমস্যা হতে পারে সেই জায়গায় পুলিশের আগে থেকে নজর রাখা উচিত। হিন্দুরা নিজেদের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে জানে। কোনও পুলিশের প্রয়োজন নেই আমাদের।”