'বন্ধুবান্ধব নিয়ে রাতে পার্টি করছিল। মা-ও গিয়ে থেকে এসেছিল। মাদক নিত বলে যে কথা বলা হচ্ছে, সেটা আগে থেকেই ছিল'। পুত্র হারানোর পর বুধবার সকালে এ কথা বললেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন,'কাউন্সেলিং চলছিল বলে শুনেছি। বাকি ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে। যুব সমাজের মধ্যে নেশার প্রভাব শুনতে পাচ্ছি, এটা তার একটা নমুনা'।