আরজি করের নির্যাতিতার বিচারের দাবি তুলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে এবার পাল্টা সংগঠন গড়লেন জুনিয়র ডাক্তারদের একাংশ। সেই সংগঠনের নাম-ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই তাঁরা কলকাতার প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। যা নিয়ে সরগরমম রাজ্য-রাজনীতি। এবার এ নিয়েই আসরে নামলেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রবীণ নেতা দিলীপ ঘোষ। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এখন সবাই মিলে জাস্টিস জাস্টিস বলে ভিড়ে মিছে যাচ্ছে। আমি আগেও বলেছি দোষীরাও এই ভিড়ের মধ্যে আছে। তাই সরকারের ওপর কেউ চাপ সৃষ্টি করছে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দোষী করছে না, কারণ তাঁকে বাঁচানোর চেষ্টা করছে। তাতে কোনও সমস্যার সমাধান হবে না।”