শালবনী তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস নিয়ে এবার দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'দেউচা পঁচামিতে বলেছিলেন লক্ষ লক্ষ চাকরি হবে, কজন চাকরি পেয়েছেন ? ঘুরে ফিরে ওই মেদিনীপুরেই যান উনি। আর তো দেখাবার কিছু নাই। ফালতু ফালতু সৌরভকে নিয়ে বিদেশ ঘুরে এলেন। সে বেচারাকে এখন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ ধরনের ঢপবাজির রাজনীতি পশ্চিমবঙ্গে করে করে সর্বনাশ হয়ে গেছে। মানুষ আর খাবে না এটা।'