বাংলায় দুর্গাঙ্গন তৈরি হওয়া নিয়ে এবার উল্টো সুর দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে জবাব দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, 'ওনারা যদি পুজো না করেন তাহলে, বাংলায় কী পুজো বন্ধ হয়ে যাবে ? নাকি মন্দির তৈরি হবে না ? যারা ডিএ এবং চাকরির জন্য আন্দোলন করছে তাদের কথা ভাবুন। হাসপাতাল-পুলিশ প্রশাসন কিভাবে ঠিক হবে এগুলো ভাবার দরকার আছে সরকারের। এগুলো বাদ দিয়ে খালি মন্দির তৈরি করলে হবে!' পাশাপাশি SIR নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 'যেখানে গন্ডগোল, বিহারে। সেখানেতো কই কেউ বিরোধিতা করেনি। এরা কেবল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। কারণ ওরা জানে এটা কেবল বিহারে আটকে থাকবে না অন্যান্য রাজ্যেও আসবে। তখন এখানকার যে পার্টিগুলো আছে তাদের হাড় পাঁজর বেরিয়ে যাবে। জালি ভোটার বাদ হয়ে গেলে এই আঞ্চলিক বিরোধী পার্টিগুলো শেষ হয়ে যাবে।'