বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে আজ তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে তাঁকে নজরদারিতে রাখতে হবে। হাসপাতালে পৌঁছান তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। তিনি সবার কাছে প্রার্থনা করেন, বুদ্ধদেব যেন সুস্থ থাকেন। যে ভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজ নিয়েছেন সবাই, সেজন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।