একডালিয়া এভারগ্রিন ক্লাবে মানুষের ঢল। সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর প্রথম সুব্রতহীন একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো। সুব্রত মুখোপাধ্যায় ছাড়া পুজো ক্লাব সদস্যরা মেনে নিতে পারছেন না। তবে যা চিরসত্য তা মেনে নিয়েই চলছে পুজো। প্রতিবছরের মতো প্রচুর মানুষ এসেছেন এভারগ্রিনের পুজো দেখতে। এবার ৮০ বছরে পা দিল এভারগ্রিনের পুজো।