পুজোর আগেই খুলছে টালা ব্রিজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করবেন টালা ব্রিজের। আপাতত ছোট গাড়ি যাবে। নতুন সেতুটি ১২টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় সেতুতে কোনও নাট বোল্টের ব্যবহার হয়নি। আগামী ১০০ বছরের স্থায়িত্বের কথা চিন্তা করেই এই সেতু বানিয়েছেন ইঞ্জিনিয়াররা। ৮০০ মিটার লম্বা টানা ব্রিজের নতুন নির্মাণে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। নতুন ব্রিজে দুটি ফ্ল্যাংকে চারটি লেন রয়েছে। শুধুমাত্র রেল ওভারব্রিজের অংশে রয়েছে ফুটপাত। এই ফুটপাতের সঙ্গে ব্রিজের চার লেনের কোন সংযোগ নেই বা কোন কাট-ওয়ে নেই। স্থানীয় বাসিন্দাদের দাবি ফুটপাতের সঙ্গে ব্রীজের কাট-ওয়ে এবং ব্রিজ সংলগ্ন এলাকায় আগের মতই বাস স্টপেজ রাখতে হবে।