বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বঙ্গযোদ্ধার পথসভা থেকে হুঁশিয়ারি বহিরাগতদের। বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করলে ফল ভালো হবে না বলেই ইঙ্গিত দিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ অরিন্দম বিশ্বাস। রবিবার সন্ধ্যায় যাদবপুর 8B এলাকায় একটি পথসভায় অরিন্দম বিশ্বাস বলেন, বহিরাগতরা বাংলায় এসে হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে। 'বঙ্গযোদ্ধা এগুলো সহ্য করবে না'। সম্প্রতি হাওড়া ও হুগলিতে অশান্তি প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। প্রয়োজন হলে বঙ্গযোদ্ধারা বহিরাগতদের পাটনা, UPতে ফেলে দিয়ে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলার সংস্কৃতিকে অপসংস্কৃতিতে পরিণত করছে এই বহিরাগতরা তাই প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন ডাঃ বিশ্বাস। তিনি এও বলেন যে বহিরাগতরা বাংলায় এসে খুঁটি গেড়ে বসেছে, তারা 'প্রথমে হোটেলে থাকছে তারপর বাড়ি বানিয়ে ফেলছে' কিন্তু বাঙালিরা ভয়ে পাবে না উল্টে ‘জয় বাংলা’ স্লোগান দেবে, যা শুনে বহিরাগতরা পালিয়ে যাবে।