বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন বেলঘরিয়া এক্সপ্রেসে মালঞ্চ থেকে শুরু হল উচ্ছেদ অভিযান। আগেই জানানো হয়েছিল এই উচ্ছেদের কথা। সম্প্রসারণের ক্ষেত্রে বড় বাধা ছিল রাস্তার ধারে থাকা এই দোকানগুলি। এর জন্য সরকারকে আদালতে যেতে হয়। আদালত উচ্ছেদের নির্দেশ দিলে প্রথমে নোটিশ দেওয়া হয়। এরপর করা হয় মাইকিং। তা সত্ত্বেও দখল না সরায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ।