ফের পুলিশ ও নেতাদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'হকার উচ্ছেদ লক্ষ্য নয়। হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে। হকার ইউনিয়নগুলোর দেখা উচিত। এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে। পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না।' এরপরই তিনি বলেন, পুলিশের লোভ বেড়ে গেছে আজকাল।