বিশ্ব নারী দিবসে শহরের মহিলা নিরাপত্তায় কড়া নজর দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতা শহরের মধ্যে যেকোনো স্থানে বিপদে পড়লে দ্রুত পুলিশের সাহায্য পেতে মহিলাদের জানালেন একগুচ্ছ উপায়। শহরবাসীর প্রতি তার পরামর্শ, মোবাইলে ব্যবহার করুন কলকাতা পুলিশের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন', বিপদে পড়লে দ্রুত লালবাজার কন্ট্রোল রুমে বার্তা পৌঁছে দেবেন ওই অ্যাপ্লিকেশনের 'প্যানিক বটন'। আরো কি কি উপায়ে দ্রুত পুলিশের সাহায্য পাওয়া যাবে? শুনে নিন কি কি পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।