ইডেনে আইপিএলের ফাইনাল নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। জড়িয়ে গেল তৃণমূল-বিজেপি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,'বৃষ্টি একটা অজুহাত। রাজনৈতিক কারণে বা অন্য কোনও উদ্দেশ্যে ম্যাচ সরানো হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। বাংলার মানুষের সঙ্গে আবারও বঞ্চনা করা হল। বাংলাকে ভাতে মারার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করছে'।