মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কালীঘাট অভিযানে মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা। গত একুশে ফেব্রুয়ারি এই একই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন উত্তীর্ণ প্রার্থী মঞ্চ। অভিযোগ অনুযায়ী, পাস করে গত সাত বছর ধরে চাকরি পাননি এইসব চাকরি প্রার্থীরা। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ সংগঠনের। তৎকালীন মাদ্রাসা শিক্ষা মন্ত্রীর বাড়ি অভিযান করার ডাক দেয় সংগঠন। তৎকালীন মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রমজানের আগে নিয়োগের দাবি জানায় মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজরা মোড়ে কলকাতা পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়।