শুরু হচ্ছে উত্সবের মরশুম। দুর্গাপুজো, কালীপুজো, ছট একের পর এক উৎসব রয়েছে বাংলায়। তাই কলকাতা সংলগ্ন গঙ্গার ঘাটগুলি কী অবস্থায় রয়েছে, সেগুলির রক্ষণাবেক্ষণ কতটা প্রয়োজন, সব কিছু খতিয়ে দেখতে এবং আগামী ২-৩ দিনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ শেষ করার লক্ষ্যে আজ অর্থাত্ শুক্রবার ঘাটগুলি পরিদর্শন করলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ কলকাতা পুলিশ ও পুরসভার একাধিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।