দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক তৈরির কথা বলেন। সেই মতো স্কাইওয়াক তৈরির কাজ চলছে কালীঘাটে। তবে এখানে ব্রিটিশ আমলের ইঁটের নিকাশি নালা আছে। তাই সতর্ক হয়ে কাজ করছে নির্মানকারী সংস্থা। বউবাজারে মেট্রো রেলের কাজে অনেক বাড়ির ক্ষতি হয়েছে। সেরকম ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক রয়েছে তারা। ইতিমধ্যে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরসভার কমিশনার বিনোদ কুমার, বিধায়ক দেবাশিস কুমার-সহ অন্যান্য কাউন্সিলররা ও পুর ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন। অন্যদিকে সময়মতো যাতে কাজ শেষ হয়, সেব্যাপারেও নজর দেওয়া হচ্ছে। পাইলিং মেশিনের কম্পনের ফলে যাতে বাড়ি এবং নিকাশী নালার ক্ষতি না হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ কলকাতা পুরসভা এবং নির্মাণকারী সংস্থার কাছে। এব্যাপারে পুরসভার আধিকারিকদের ১৫ দিন পর পর বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে।