এভারেস্ট জয় কররলেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষীকান্ত মণ্ডল। তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী। দুপুরে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন খোদ পুলিশ কমিশনার। মনোজ ভার্মা বলেন,'ও প্রান্তিক এলাকা থেকে উঠে এসেছে। ওকে দেখে আমরাও অনুপ্রাণিত'। সিপি সাহেবের আশীর্বাদ এবং সহযোগিতা আমাকে এভারেস্ট জয় করতে সহযোগিতা করেছে বলে জানালেন লক্ষ্মীকান্ত।