গঙ্গার নীচে দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের। প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় পরিকল্পনা অনুযায়ী খুব তাড়াতাড়ি এব্যাপারে প্রয়োজনীয় সমীক্ষা ও রিপোর্ট তৈরির কাজ শুরু হতে চলেছে। জানালেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার। যানজটের সমস্যা এড়াতে কলকাতা বন্দরে যেসমস্ত ট্রাক আসে, সেগুলিকে বার্জের মাধ্যমে গঙ্গা পার করার ব্যাপারেও সমীক্ষা চলছে। এছাড়া জলপথ যোগাযোগে গতি আনতে কলকাতা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে বলাগড়ে একটি রিভার টার্মিনাল গড়ে তোলা হচ্ছে। প্রায় সাড়ে ১৩ শো কোটি টাকা খরচ করে কলকাতা ও হলদিয়া বন্দরের ক্যাপাসিটি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিত কুমার বলেন, কলকাতা বন্দরের খিদিরপুর ডকের উন্নতির জন্য ১৮০ কোটি টাকা খরচ করে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।