ভাইফোঁটা উপলক্ষে সোনাগাছিতে যৌনকর্মীদের থেকে ফোঁটা নেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। উপহারে লক্ষ্মীর ঝাঁপিতে ১০০০ টাকার সঙ্গে শাড়িও উপহার দেন। প্রতিবারের মতো এ বারও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফোঁটা নেন শোভন চট্টোপাধ্যায় ও মুকুল রায়। সেই প্রসঙ্গে মদনের মন্তব্য,"মুকুল, শোভনরা বরাবরই মমতা ব্যানার্জির থেকে ফোঁটা নেন। মমতা ব্যানার্জির কাছে ফোঁটা নেওয়াটা কপাল। আমার কপাল খারাপ আমি বাইরে বাইরে ঘুরছিলাম। আক্ষেপ নিয়েই তো জীবন।"