টিভিতে দেখা মেসির খেলা। মেসি জিতলেও জয়, হারলেও জয়। মেসি আমাদের ছেলের মত। ফুটবল জ্বরে আক্রান্ত বিশ্ব। বাদ যান না বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকরা। তবে এখানকার সবাই আর্জেন্টিনার সাপোর্টার। বয়সের কারণে আওয়াজ কম হলেও, প্রিয় দলের জন্য গলা ফাটাচ্ছেন তাঁরা। নীল সাদা জার্সি পতাকা আর আওয়াজ মেসি মেসি । অভিনেত্রী ও মানবাধিকার কর্মী পায়েল সরকারের উদ্যোগে নীল সাদায় মাতলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। কাটা হল কেক। শুধু কাটা নয়, মাখানোও হল মজা করে।