অবশেষে ইস্তফা দিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। ইস্তফার নির্দেশের পর মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে এসে প্রায় ২৭ মিনিট বৈঠক করার পর তাঁর হাতেই ইস্তফা পত্র তুলে দেন মলয়বাবু। এরপরেই খোদ মন্ত্রী মলয় রায়কে বাড়ি থেকে এনে গাড়িতে তুলে দেন। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, "কোনও দুর্নীতি বা মাঠের ব্যাপার নয়। উনি ভালো লোক। দল ভাবছে পানিহাটি পুরসভাকে অন্যভাবে চালাবে। তাই ওনাকে ইস্তফা দিতে বলা হয়েছে। হয়তো দল মনে পড়ছে উনাকে অন্য কাজে ব্যবহার করা হবে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে। " অন্যদিকে মলয়বাবু জানান, "আমি আমার ইস্তফা পত্র মন্ত্রী হাতে জমা দিয়েছি। আমাদের দলে এটাই গণতন্ত্র। দলীয় নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রী ইস্তফা পত্র জমা দিতে বলেছেন। সেই মতো জমা দিয়ে দিয়েছি।"