আদালতে নিজের হয়ে সওয়াল করলেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর আদালতে নিজের হয়ে ৫ মিনিট সওয়াল করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ বলেন, "৮ মাস ধরেগুহার মধ্যে আছি। নিজেই অবাক হচ্ছি। আগে আমি একটা পুজো করতাম। নাম দিয়েছিলাম পাথরী কান। যখন বাড়ি থেকে বেরোতাম, মাথা ঠুকতাম। যখন বাড়ি থেকে বেরোতাম, মাথা ঠুকতাম। তখন সবাই আমাকে জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছিস পার্থ? বলতাম পাথরে মাথা ঠুকতে। প্রতিমায় আছে পাথরের প্রাণ। আমি বলছি, যাই ঘটুক না কেন, আমার বিষয়ে যাই ঘটুক না কেন, সত্য একদিন প্রকাশিত হবে। আমার মন্ত্রী হওয়াটাই অপরাধ!" এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, আপনাকে কি কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে? উত্তরে তিনি বলেন, "যারা নিজেরাই কালি লেগে আছে, তারা আবার কালিমালিপ্ত করবে"। ফের তাঁকে প্রশ্ন করা হয়, দলের সঙ্গে আছেন? পার্থর উত্তর, "আছি আছি আছি"।