এসএফআই ও ডিওয়াইএফআই-এর ইনসাফ সভা ঘিরে স্তব্ধ হল ধর্মতলা চত্বর ৷ সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যা, আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে এই দুই বাম সংগঠনের কলকাতা জেলার মিছিল ৷ পার্ক স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড ধরে মিছিল যায় ধর্মতলায়। ধর্মতলা ওয়াই চ্যানেল সভাস্থলে বিশাল জমায়েত হয়। পুলিশ অনুমতি না দিলেও সভাস্থল ভিক্টোরিয়া হাউসের নীচে হবে বলে সমর্থকদের উদ্দেশে ঘোষণা করেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷