শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর এই মামলায় হুগলির অপর এক যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ও ইতিমধ্যেই রেড করেছে ইডি আধিকারিক।গত সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার পরপর তিনদিন সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দেয় শান্তনু বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আজ তাকে বেশ কিছু ডকুমেন্টস ও ব্যাংক ডিটেলস নিয়ে আসতে বলেছে। মঙ্গলবার তাপস মন্ডলকে আলাদা জিজ্ঞাসাবাদ করা হয়। আর গোপাল দলপতি ও কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।