নওশাদের মুক্তির দাবিতে বুধবার মিছিল করে ভাইজানের সমর্থকরা। পুলিশের কোনও অনুমতি ছিল না মিছিলের। তবে শান্তিপূর্নভাবেই শিয়ালদহ থেকে ধর্মতলায় এগিয়ে যায় মিছিল। পুলিশ কোনও বাধা দেয় নি। কোনও পতাকা বা ঝান্ডা মিছিলে দেখা যায়নি। শুধু ছিল হাতে লেখা ব্যানার, তাতে লেখা ভাইজানের মুক্তি চাই।