পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে রেডরোডে পদযাত্রা করেন বিজেপি বিধায়করা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়ে চিঠি দেওয়ার পরেও 'পশ্চিমবঙ্গ দিবস' পালন হল রাজভবনে। এদিন শুভেন্দু দাবি করে বলেছেন, "তিনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ হিসেবে মনে করেন। তাঁর হাতে যদি ক্ষমতা থাকত তাহলে পশ্চিমবঙ্গের জন্য আলাদা সংবিধান বানাতেন। ইতিহাসকে বিকৃত করা যায় না। অপ্রাসঙ্গিক করা যায় না। তাই আজকের দিন পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্যে দিয়ে ভারতভুক্তি নিশ্চিত হয়েছিল।"