অর্জুন সিং ইতিমধ্যেই বিজেপি-তে রয়েছেন। এখন জল্পনা চলছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে ঘিরে। সুনীল হলেন অর্জুনের ভগ্নিপতি। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলনে সুনীল সিংকে পদ্ম ফুল দেওয়ার সেই প্রসঙ্গ উঠল। তৃণমূল ছেড়ে কি তাহলে বিজেপি-তে যোগ দিচ্ছেন সুনীল? শুভেন্দুর দাবি, অক্টোবর মাসে সুনীল সিংকে পদ্মফুল দিয়েছিলেন, সেটি সৌজন্য ছিল। তাঁর কথায়, 'পদ্ম তো বিজপির প্রতীক শুধু নয়। হিন্দু ধর্মে সব পুজোতেই পদ্মফুল লাগে। আমি সে দিন সুনীলকে ছটপুজোর জন্য পদ্ম দিয়েছিলাম।' দলবদলের জল্পনা নিয়ে নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সে দিন দাবি করেছিলেন, গারুলিয়ায় বিজেপির মিটিং ছিল। আমি প্রত্যেকদিন ওই এলাকায় বসে থাকি। উনি আমাকে দেখে নাম ধরে ডাকলেন। সেজন্য গিয়ে দেখা করলাম। ২ জনে একসঙ্গে বিধানসভায় ছিলাম। আমরা সবসময় বড়দের সম্মান জানাই। কালকেও করেছি। বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই আসে না। আর কথা বলা মানেই বিজেপিতে যাওয়া নয়।