মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় অভিযোগ করেছিলেন, গীতা পাঠের অনুষ্ঠানটি বিজেপি আয়োজন করেছিল, সেই কারণে তিনি যাননি। তবে সেই অভিযোগ খণ্ডন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, তাঁরা হিন্দু হিসেবে গিয়েছিলেন অনুষ্ঠানে। মঞ্চেও ওঠেননি। শুধু গীতাপাঠ করতে গিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী বলে যাননি।